সকালে উঠিয়া আমি,
মনে মনে কই।
পাস করে ফেলি যেন,
না পড়িয়া বই।
স্কুলের সময় টা,
ঘুমে ঘুমে রয়ে।
স্বপ্ন দেখে মজি
এ+ পাই লয়ে ?
সন্ধ্যার পরে থাকি,
বন্ধুর সনে।
কামনা করি পরীক্ষা,
দিব চনমনে ।
গভীর রাতে টেবিলে,
গেম-চ্যাট করি।
বাবা - মা ভাবে খুব ই
মন দিয়ে পড়ি।
গেম শেষে বান্ধবী,
করে হাই হ্যালো।
গভীর রাতে ঘুমটা,
উড়ে চলে গেলো।
বিকেলে কোচিং গিয়ে,
গাছ তলে বসে।
কিভাবে কপি করব?
ভাবি মন কষে!
হাবু স্যার নাকি দেয়!
শিওর - কমন।
এ+ পেতে যে করে ই,
আনি সাজেশন।
ফার্স্ট বয় রুহুল,
ক্লোজ ফ্রেন্ড।
দেখার সুযোগ দিবে,
নই টেন্সড।।