তোমরা যারা আঘাত করো চুলের মুঠি ধরে।
যদি তোমার মা হতো করতে তা কেমন করে?

মা কে ভালোবাসো? অন্যর মাকে নয় কেন?
পৃথিবীর সব নারী মা,একথা ভুলোনা যেন।

কারো প্রতি আঘাত করে বীর হয়না কেউ।
বীর ত সে যে বাঁচায়, মোকাবেলা করে ঢেউ।

ভাঙার মাঝে আনন্দ নেই,গড়ার মাঝেই সুখ।
মানুষ নামের পশু তুই,বন জঙ্গলে গিয়ে ঢুক

অন্যর দুখে দু:খী না হলে, জন্ম তোমার বৃথা।
মানুষের মতো দেখালেও, মানুষ বলা অযথা।

মানুষ তো সেই,অন্যর দু:খে যার হৃদয় ভাঙে।
অন্যর সুখে উচ্ছ্বসিত, হৃদয় ফুলে ফুলে রাঙে।