https://www.facebook.com/100091544620400/posts/pfbid0oGemyqfmKoNoox9H5thWZ87kTevamfdMNkshFNZnCnuwFxngZHHpAQ6HnaoEwxSsl/
জাদুর কাঁঠি।।
থাকতো যদি জাদুর কাঁঠি,
একটু ছুয়ে দিয়ে।
দু:খ গুলো পাঠিয়ে দিতাম,
মিড উইকেট দিয়ে।
থাকতো যদি জাদুর কাঠি
একটু ছুয়ে দিয়ে।
বয়স টা কনভার্ট করে,
যেতাম শিশু হয়ে।
থাকতো যদি জাদুর কাঠি,
ছুয়ে কায়ার সাথে।
ভালো হয়ে যেতো হগগোল,
রুখতো অন্তর্ঘাতে।
থাকতো যদি জাদুর কাঠি,
রাখতাম সংসদে।
হাই স্যালারি শিক্ষক পেতো
থাকতো না বিপদে।
থাকতো যদি জাদুর কাঠি
নব বধুর গা ছুয়ে।
হৃদয় কোমল বানাতাম
প্রেমের জলে ধুয়ে।
থাকতো যদি জাদুর কাঠি,
শাশুড়ীর গা ছুয়ে।
পুত্রবধূ কন্যার আদরে,
শ্রদ্ধায় যেতো নুয়ে।
থাকতো যদি জাদুর কাঠি,
পুতিনের গা ছুয়ে।
ইউক্রেনে যুদ্ধ থামিয়ে,
থাকতো মাটিতে শুয়ে।
থাকতো যদি জাদুর কাঠি
দেখতাম খুঁজে খুঁজে,
সব কলুষে ছুয়ে দিতাম,
ভালো হতো চোখ বুজে।
জাদুর কাঁঠি পেলাম কই?
পেলাম একটা মসি।
কলম দিয়ে যাচ্ছি লিখে,
যা কল্যাণ যা খুশি।