লিখতে গেলে নানা ঝামেলা,
ধরে চারপাশ থেকে ঘিরে।
তখন লেখা থমকে যায়,
হারিয়ে যাই কাজের ভীরে।
লিখতে গেলে প্রশ্রাব কয়,
আমাকে ছেড়ে আয় ঐ দূরে।
লিখতে গেলে ছোট বাবুটা,
দৌড়ে বসে যায় কোল জুড়ে।
লিখতে গেলে বৌয়ের যত,
অভিযোগ শুনিতে হবেই।
লিখতে গেলে পাশের লোক
উচ্চ স্বরে কথা কবেই।
লিখতে গেলে ফোনের রিং,
ক্রিং ক্রিং করে ওঠে বেজে।
লিখতে গেলে পাশের ভাবি,
ধার নিতে আসেন সেজে।
লিখতে গেলে মায়ের ডাক,
তাড়াতাড়ি ভাত খেতে আয়।
লিখতে গেলে বিদ্যুৎ শুধু,
লোডশেডিং দিয়ে বেড়ায়।
লিখতে গেলে ছেলের যতো
আবদার ও দাবিদাওয়া।
লিখতে গেলে পাশের ঘরে,
শুরু হয় যে মুভি চাওয়া
লিখতে গেলে মায় বলবে,
এবার ঘুমিয়ে যা রে খোকা।
লিখতে গেলে প্রকৃতি থেকে,
পেটের ভিতর মারে টোকা