ভাষা পালায় - আশা পালায়
   পালায় ঘরের বৌ!
নিত্য পালায়- ভৃত্য পালায়,
  পালায় ফুলের মৌ।

ফুল পালায়- ভুল পালায়
  পালায় বরের কেশ।
আঁখি পালায়- রাখি পালায়
   পালায় নরের বেশ!

নাম পালায় - কাম পালায়
  পালায় নতুন আশা।
লাজ পালায় - সাজ পালায়
  পালায় নতুন ভাষা।

দিন পালায় - ঘিন পালায়।
  পালায় ঘরের চাল।
রঙ্গ পালায় - অঙ্গ পালায়
   পালায় তরের ঢাল।

ন্যাতা পালায় - খ্যাতা পালায়
   পালায় স্বরের ধাচ
পালিয়ে গিয়ে - কেলিয়ে নিয়ে
   খাওয়ার পাই আঁচ।



,,,,,,
ভাত খেয়ে যা,,,,

আয় আয় বেড়ালি
ভাত খেয়ে যা,
খুকি খুব ই দুষ্ট
  ভাত খায় না।

আয় আয় কককক
  লাল ঝুটির রাজা।
খুকি ভাত খায় না
  দিয়ে যা সাজা।

আয় আয় শালিক ছা
খুকী কে দে বকে।
খুকী ভাত খায় না
শুধু মুখ ছকে।

খুকী কে নাচ দেখা
  হলদে টিয়া পাখি।
খুকী ভাত খাবে
  তোর সাথে থাকি।

টিয়া তুই খুকির সাথে
   দেখা একটু ভাব
খুকী তাতে ভাত খাবে
    তাতে ই হবে লাভ।

বনে শেয়াল হুক্কাহুয়া
  ডাক গিয়েছে ভুলে
তাই খুকি ভাত খায় না
  বাসন রাখে তুলে।

না খেয়ে রাতে খুকি
কান্না করে বেড়ায়,
কি খাবে খুকী? -
কে তাকে ভাতে ফেরায়?