আইনে ধরা,
জগৎ ভরা
আইন ভাঙলে
শাস্তি করা।
নানা আইনে
নানা ফাইনে
মানুষ আটকে
পাগল পারা
নিত্যনতুন
মন মতন
হচ্ছে হাজারো
আইন পাস।
মানুষ বন্য?
ন্যায়ের জন্য!
আইনের ধারায়
মানব নাশ।
আইন দিয়ে,
যাচ্ছে নিয়ে,
মানবাধিকার,
উজার করে।
সম্প্রীতি!
সহানুভূতি !
মূল্যবোধ গুলো,
যাচ্ছে সরে।