বাংলা আমার মাতৃভাষা
বাংলা জন্মভূমি।
বাংলায় বাচি বাংলায় নাচি
জেগে উঠি বাংলার রবিকর চুমি।
বাংলায় লিখি বাংলায় শিখি
বাংলায় বাধি ঘর।
বাংলায় প্রভুর স্তুতি গেয়ে
বাংলায় হই করজোড়।
বাংলায় গেয়ে বাংলায় চেয়ে
বাংলায় করি ভাব।।
বাংলায় জাগি বাংলায় মাগী
বাংলায় দেখি নিশিত - খাব।
বাংলায় শুধাই বাংলায় যুধাই
বাংলায় কাছে টানি।
বাংলায় বিলাপ দেই,
বাংলায় জুড়াই দেহখানি।
বাংলায় হাটি বাংলায় খাটি
বাংলায় প্রকাশ আবেগ যত।
বাংলারূপ তপ্ত হৃদয়ে
শান্তির প্রলেপ দেয় অবিরত।
বাংলায় কাজিয়াতে জুড়ি
বাংলায় প্রণয় ঘটাই।
বাংলায় শালিস রফা করি
বাংলায় শান্তি র বাণী রটাই