ভাষা হলো খোদার দান
   খোদার রহমতে।
হাজার ভাষা দিয়ে ধরা
   সাজিয়েছেন কুদরতি হাতে।

নানান জাতির নানান ভাষা
  নানান কথার ধরন।
অন্য ভাষায় গুলিয়ে ফেলে
  মাতৃভাষা বাংলার সৌন্দর্য করছে হরণ।

কেদারা হলো চেয়ার
আর শিক্ষক হলো টিচার।
পাখা হয়ে গেল ফ্যান আর
   বৈশিষ্ট্য হলো ফিচার।

দ্বিচক্রযানটি হয়ে গেল বাইক
  আর গাড়ি হয়ে গেল কার।
শখের হাম্বা কাউ হলো
   কাখের কলসি হলো জার।

গলার গামছা টাওয়েল হলো
মুখ থেকে গেল ফেইসে।।
বাজার হয়ে গেল মার্কেট আর
  সাবানের খাম গেল সোপ কেইসে।

সাধের লাটিম টপ হলো
  ঘুড়ি হয়ে গেল কাইট।।
নাট কষানো হলো
   চিরতরে অপাঠ্য টাইট।

কলমটা এখন পেন বলে
  বিদ্যালয় কে স্কুল।
ফুল কে ফ্লাওয়ার বলে
   ঠান্ডা কে বলে কুল

খাবার দাবার ডাইনিং হলো
  দুপুরের খাবার লাঞ্চ।
রাতের খাবার সাপার- ডিনার
   সুযোগ হলো চান্স।

ভাগ্য খারাপ বলে না এখন
  বলে- করেনি লাক ফেভার।
জ্বর সর্দি মন খারাপ করেছে
  শুনে নতুন নাম কোল্ড ফিভার।

হাট এখন মার্কেট হলো
  কলম হলো পেন।
পাঠানো এখন হয়না বলা
  বলে করেছি আমি সেন্ড

বাংলা ভাষা হৃদয়ের ভাষা
    নানান ত্রুটির রোগে।
বাংলা ভাষার ব্যবহার ও বিশ্বায়ন
  থেমে গেছে এক যোগে।

আসুন সবাই মাতৃভাষা
    হৃদয় দিয়ে অনুভব করি।
সুন্দর জীবন বিনির্মানে
    বাঙালিয়ানার বিজয়যাত্রার পথ ধরি।

,,,,,,,,
  ❇️❇️❇️🍒🍒🍒🍒🍒🍒

ভাষার মর্যাদা,,,,,

সব ভাষার ই সেরা ভাষা
   বাংলা ভাষা ভাই।
এত মিষ্টি মধুর ভাষা
    ত্রিভুবনে নাই।

বাংলা ভাষার প্রাণের মাঝে
  সুখ - সম্প্রীতির বীণা বাজে।

নানা ধর্মের নানা জাতের
  এই ভাষার ছায়াতলে।
প্রেম - প্রণয় আবেগ নিয়ে
   শীর নেতায় প্রভুর চরণ তলে।

ছোটো বড়ো নেই তফাত
    বাংলা ব্যাবহারে নেই জাতপাত।
হৃদয় থেকে সব প্রকাশ করে
    জীবনের রঙ্গ মঞ্চের সুত্রপাত



অসমাপ্ত,,,,