কলিম মিয়ার বড় মেয়ে,
বড় বড় চোখ তার।
মেজাজ গরম হয়ে গেলে,
ভেঙে করে ছারখার।
ধপাস ধপাস করে হাটে,
কথা বলে গড়বড়।
তার কথা শুনলে যে কারো,
বুক করে ধড়ফড়।
খাবার সময় খেতে বসে,
মস্ত প্লেট নিয়ে।
হালুম হালুম করে খায়,
ফোকলা দাঁতে চিবিয়ে।
বাড়ির পাশের বিয়ে বাড়ি,
ঢুকে দাওয়াত ছাড়া।
কনে পক্ষ - বর পক্ষ হয়ে,
খাওয়ার করে তাড়া।