হাড়িয়ে গেছে বন থেকে,
কদম গাছের ফুল।
দামী কাঠের প্রয়োজনে,
কদম রাখা ই ভুল,
কদম এখন আগাছা,
রাখতে চায়না বনে।
যেই কাঠের বেশি মুল্য
রাখে সবে খুশি মনে।
কদম ফুলের সৌরভ,
যায় না পাওয়া গায়ে।
কদম ছাড়া বর্ষা ঋতু-
পানি ছাড়া বসে নায়ে!
বর্ষা আসুক কদম নিয়ে,
সব পাখিদের দাবি।
কদম পাখির আহার,
এ কথা কি কভু ভাবি?
মৌমাছি আর নানা পাখি,
কদম ফুলের তরে।
বর্ষার আকাল সময়ে,
জীবন ধারণ করে।
কদম ফুলের রেণুকা,
যেন স্বর্ন গয়না।
প্রকৃতির কানের দুল,
যার তুলনা হয়না।