কি যে বলেন করি?

কবিতা লিখতে গেলে পেট ব্যাথা করে।
কবিতা লিখতে গেলে গিন্নী রাগ করে।

কবিতা লিখতে গেলে টয়লেটের বেগ হয়।
কবিতা লিখতে গেলে মায় কটু কথা কয়।

কবিতা লিখতে গেলে মোবাইলে রিং আসে।
কবিতা লিখতে গেলে নিত্য ব্যারামি কাশে।

কবিতা লিখতে গেলে বিদ্যুৎ যাবে চলে।
কবিতা লিখতে গেলে মেয়ে বসে কোলে।

কবিতা লিখতে গেলে মুরগী করে কককক।
কবিতা লিখতে গেলে শুরু হয় কারো বকবক।

কবিতা লিখতে গেলে মশার প্রকোপ বাড়ে।
কবিতা লিখতে গেলে গান শুনি তারে নারে।

কবিতা লিখতে গেলে পাশের বাড়ি ঝামেলা লাগে।
কবিতা লিখতে গেলে স্বামী রেখে স্ত্রী যায় ভেগে।

কবিতা লিখতে গেলে নানা সমস্যায় পরি।