কবিতার আসর,,,
বাংলা কবিতার আসরে,
লেখক পাঠক আসো রে।
নতুন নতুন লেখা পড়ে ,
আনন্দ নিয়ে হাসো রে।
বাংলা কবিতার আসরে,
সাহিত্যের ফসল চাষে রে।
দেশী-বিদেশী লেখকদের,
পাবে তুমি চার পাশে রে।
বাংলা কবিতার আসরে,
বাংলা ভাষার ফুল ফোটে রে।
বাংলা সাহিত্যের রস লাভে,
অলিকুল এসে জোটে রে।
বাংলা কবিতার আসরে।
নানান স্বাদের লেখা রে।
নিত্যকার পাঠাভ্যাস হলে,
হবে নানা কিছু শেখা রে।
বাংলা সাহিত্যের আসরে,
মননশীল - প্রাণ ছোয়া রে।
বিদগ্ধ কবির লেখনী -
বেড়ে যাক করি দোয়া রে।
বাংলা কবিতার আসরে,
নতুন কিছু কিছু শিখি রে।
তাইতো রাত্রি জাগ্রত থেকে,
পড়ি এবং কিছু লিখি রে।