কি শুরু হইলো দেশে?
চোর চুরি করে সাধু বেশে।

সাধু বসে বসে কাশে।
চোর তা  দেখে হাসে।

রাজা আছে ঘুমের বেশে।
দেশে সন্ত্রাস আসছে ভেসে।
আর আমরা যাচ্ছি ফেঁসে।
সন্ত্রাসীর গলা ধরো ঠেসে।
নইলে হবে সর্বনেশে।