কি বলমু কারে?
মানুষ নাই ধারে।
কুকুর ঘাস খায়।
দেখে এলাম সারে।
কি বলমু কারে?
মানুষ বুঝে না রে!
বিড়াল গাছে উঠে,
দেখি পুকুর পাড়ে।
কি বোঝাই কারে?
বুঝতে চায় না রে!
নাতি বিয়ে করলো?
বুড়ো দাদিটা রে!
কি দেখাই কারে,
শোনাই অগোচরে!
মায় কেন ফালায়?
নব জাতক টা রে!
কি বলমু কারে?
বুঝে উল্টো টা রে!
ছাত্রী নিয়ে পালায়,
হাউজ টিউটরে?
কি বলমু কারে?
সবই তারে নারে।
শিক্ষক কেঁদে ফেরে,
সিকি বোনাস নেরে।