কাজলা মেয়ে সাজের আগে
যেওনা ভুলে সে পথে।
দৈত্য দানব, থাকতে পারে
ছবুর দাদার মতে।
কাজলা মেয়ে গাছে চড়ো না
মেয়েরা কি গাছে চড়ে?
সমাজে কিভাবে মুখ দেখাব?
থাকতে হবে এক ঘরে!
কাজলা মেয়ে তুমি কেমন?
সাইকেল নিয়ে যাও!
মেয়ে তুমি বিগড়ে যাচ্ছো
ভাঙতে হবে না পাও?
মুড়ো খাবে ভাইটা তোমার
লেজটা তোমার ভাগে
আস্তে আস্তে কথা বলো
মেয়েরা কি এতো রাগে?
নাম- সই কোরান শিখলে
পাঠ হয়ে যাবে শেষ।
চুলোর দ্বারে ঘুরে ঘুরে
বিদ্যা দেখিও ত বেশ!
কাজলা মেয়ে তুমি যে গাধা
ভালো করে তুমি শোন।
তুমি কেমন করে দৌড়াও?
নিচে চেয়ে হাটো যেন।
,
,,,,,,,,,,
৷ ।।।।।।।
হ্রদয়ে ছন্দ আসে না।
কবিতা তাই হাসে না।
দামে মুলধন আসে না।
কৃষক তো জমি চাষে না।
বেতনে গুরু হাসে না।
শিষ্য প্রেমে ভাসে না।
অরির বিষ নাশে না।
অপরাধ তাই হ্রাসে না।
চোর কে যে শাসে না।
আমরা তার পাশে না।