-
আমি আর মামু
খামু আর খামু।
চেটেপুটে খামু।
ঘেঁটে ঘেঁটে খামু।
খামু সারা বেলা।
আমি আর মামু।
হেটে হেটে খামু।
কেটে কেটে খামু।
পেটে পেটে খামু।
খামু দিয়ে ঠেলা।
আমি আর মামু।
এক যোগে খামু।
রাজ ভোগে খামু
যেথা যেটা পামু।
খামু খুঁজে খুঁজে।
আমি আর মামু।
বসে বসে খামু।
রসে রসে খামু।
চসে চসে খামু।
খামু চোখ বুজে।
আমি আর মামু।
টেনে টেনে খামু।
লেনদেনে খামু।
ভাতে ফেনে খামু।
ঠেকায় আমায় কে?
আমি আর মামু।
দুই হাতে খামু।
সাজ-প্রাতে খামু।
দুধ ভাতে খামু।
দল ক্ষমতায় রে,,,,,,,,