জনাব মোবারক ঢালি,
কথা প্রসঙ্গে বলতে থাকেন,
বার বার শুধু খালি!
গেদার মা রানছো খালি!
পেয়ালা টা আনছো খালি?
ভাত দে লবণ দে খালি!
মাঝে মাঝে কান্দে খালি!
হাত- পকেট দুটো খালি!
টাকার পিছে ছুটো খালি!
উড়ে উড়ে পালায় খালি।
গরীব মরে ভাতে খালি!
বকবক করস খালি!
চেহারা চকচক খালি।
গুণে মন জুড়ায় খালি,
রুপে চোখ জুড়ায় খালি!
দ্রব্যের দাম বাড়ে খালি!
মুখের গ্রাস কাড়ে খালি!
সিন্ডিকেট করে খালি!
গরীব দু:খী কাঁদে খালি!
নেতারা পুঁজি বাধে খালি!
জীবন টা পুরোই খালি!
রান্নার কড়োই খালি!
নেতার ফাকা বুলি খালি!
গরীবরা ই ঝুলি খালি!
পিঠের চাম তুলে খালি!
বাড়ি গাড়ি করে ই খালি!
উন্নয়নের নামে খালি!
করের চাপে ঘামে খালি!
মুহূর্তে দাম বাড়ে খালি!
মুখের গ্রাস কাড়ে খালি।
জনাব মোবারক ঢালি,
অর্ধাহারে অনাহারে থাকেন --
তার জন্য সব ই খালি!