কেমনে হলো আকাশ সৃজন,
কেমনে হলো মাটি।
কেমনে হলো জলের আধার,
কেমনে জোয়ার -ভাটি?
কেমনে হলো গাছের উপর,
ডাবে মিষ্টি জল।
কেমনে হলো ফুলের ভেতর,
নানা স্বাদের ফল
কেমনে হলো বাতাস সৃজন?
কোন ধাতুতে গড়া?
কে শিখালো হাওয়ার চলন?
যায় না দেখা বা ধরা।
কেমনে হলো ইক্ষুর কায়ায়,
তৃষ্ণা মেটাতে পানি।
বাঁশের কায়ায় নেই তো কেন?
একই চেহারা -খানি।
কেমনে হলো গভীর সাগরে,
কোটি রকম জিব।
কেমনে নাক গন্ধ শুঁকিয়ে,?
স্বাদ বোঝায় জিভ!