কালা সাদার দ্বন্দ্ব,,,
,,,,,,,



সাদা কয় কালা রে,
তুই নয় ভালা রে,
দূরে গিয়ে পালা রে।
তুই কার শালা রে?
তাই বলে ফালা রে।
তুই সব জ্বালা রে!

কালো বলে সাদা "
শোন মোর দাদা।

কাক কালো, কোকিল কালো
কালো মাথার চুল।
অকালে তা পাকিলে
পুরো জীবন টা ই ভুল।

বইয়ের হরফ কালো,
কালো ভালো গাই।
ছাগলের কালো রঙ,
দেখে মজে সবাই।

কালো টিপে বউ যে,
অপ্সরী রুপ পায়।।
কালো মেঘের বৃষ্টি,
   সবুজ রঙে সাজায়।

কালো বোর্ডের উপরে,
  সাদা খড়ির আঁচড়।
জ্ঞানের আলো জ্বেলে
হয় দৃষ্টি গোঁচর।।

কালো ভ্রমর গুনগুনিয়ে,
  ফুলের কলির সনে।
আদর দিয়ে সোহাগ দিয়ে,
  ফলের রুপ যে আনে।

কালো ছাড়া সাদার মুল্যে,
  কানা কড়ি বল আছে?
কালোর মধ্যেই সাদা গিয়ে,
   আরাম আয়েশে বাঁচে।

,,,,,,,
৷ ।।।।  ছন্দমালা,,,,,
৷৷৷৷

গোলাপ দিয়ে প্রপোজ করে,
    নিলা আমার মন।
এখন দেখি তোমার হৃদয়ে,
থাকত অন্য জন।

সবুজ গাছে ধরেছে,
  লাল রঙের ফুল।
ভালোবাসা না দিলে,
  ছিরব তোর চুল।

জবা ফুল লাল হয়,
   টগর হয় সাদা।
তুমি আমি এক হব,
   মানি না তো বাধা।

সব ফুলে- মালা  হয়না।
সব মানুষ - আপন হয়না।

তুমি আমার বাগানে
   সেরা একটি ফুল।
ভালো যদি না বাসো,
   জীবন টা ই ভুল।

দোয়েল ফিঙে ময়না,
কাছে থেকে ও কেউ-
আপন আর হয়না।

ফুলের গায়ে ভ্রমর,
যখন নেচে উঠে।
মনটা তখন শুধু,
তোর কাছে যায় ছুটে।

বাদল দিনে যখন,
   বৃষ্টি পড়ে চালে।
হৃদয় জুড়ে আবেগ,
নাচে ঝড়ের তালে

শীতের সময় উহ!
   কিযে ঠান্ডা বায়ু।
তুমি থাকলে পাশে,
  বেড়ে যায় যে আয়ু।
  
গাছে গাছে কেকা ডাকে,
    ডাকে ঘুঘু - শালিক।
তোরে কতো ভালোবাসি,
জানে প্রভু- খালিক।

গগন পানে তাকাও,
পাখিরা যায় নীড়ে।
তুমি হলে প্রিয় জন,
লক্ষ-কোটির ভীড়ে।