খবর যদি পাও বন্ধু
অগ্যস্থ যাত্রার পাড়ি।
ক্ষমা করে দিও তবে
মহৎ হৃদয় যা'রি।
খবর যদি পাও বন্ধু,
যাচ্ছি খোদার পানে।
ভুল গুলো ভুলে গিয়ে,
গুণগুলো নিও কানে।
খবর যদি পাও বন্ধু
আর নেই ধরা মাঝে।
প্রভুর কাছে চাইবে,
ক্ষমে যেন এ অবুঝে।
খবর যদি পাও বন্ধু,
গিয়েছে কলম থেমে।
একটু আবৃত্তি করো
যা ছিল প্রভুর প্রেমে।
খবর যদি পাও বন্ধু,
থেমেছে চলার গতি।
পথে পথে চলে চলে,
দোয়া করো এক রতি
খবর যদি পাও বন্ধু,
যাচ্ছি অনেক দূরে।
এক মুঠো মাটি দিয়ে,
যাইও কবর জুড়ে।
খবর যদি পাও বন্ধু ,
থেমে গেছে ধুক ধুক।
আমার দেনার দায়,
শোধ করে দিও সুখ