হযরত সাহল ইবনে সাদ,
    বর্ননা করেছেন হাদিস খানা।
একজন মানুষের দরকারি,
      উচিৎ সকলের ই এটা জানা।

রাসুল স বলেছেন শোন হে ভাই,
      যে ব্যাক্তি নিশ্চয়তা দেয়।
তাকে বেহেশতে নেয়ার দায়,
      আমি ছাড়া অন্য কারো নয়।

জিহবা ও দুই উরুর মাঝের,
      হিফাজতের নিশ্চয়তা দাও।
আমি মোহাম্মদের কাছ থেকে
      জান্নাতের অঙ্গীকার নাও।

মুখ ও লজ্জা স্থানের যদি,
   নিরাপদ রাখতে পারো।
জান্নাতের মালিক তুমি,
     নয়তো অন্য কারো।

হাদিস খানা ইমাম বুখারীর বর্ননা।
বিশ্বাসীর জন্য অবিশ্বাসীর জন্য না।