ছায়া আর ছবি,
দুটি যমজ বোন।
মিলেমিশে থাকে,
হয়ে আপনজন।
কোন এক ভোরে,
মায়ের কাছে এসে।
কেন তুমি গেলে,?
ওই কবর দেশে।
তুমি কেন গেলে?
অই আকাশে উড়ে।
কত ব্যাথা আছে,
ছোট্ট বুক জুড়ে।
বাবা ছিলো পিছে,
নিলো বুকেতে টেনে।
মায় গেলো দূরে,
তোগো জীবন দানে।