কেমন হবে বলো মাগো,
  সুর্য যদি না ওঠে?
কেমন হবে আলো যদি,
তমসার  পিছে না ছোটে?

কেমন হবে বায়ু যদি,
    চালায় ধর্মঘট?
কেমন হবে নদী যদি?
উছলায় না কোন তট!

কেমন হবে বৃক্ষরাজি,
    ফুল ধরবে না শাখে।
কেমন হবে রে মৌমাছি ,
মধু তুলবে না মৌচাঁকে?
  
কেমন হবে মৃত্তিকায়-
   বীজ না গজে তখন?
কেমন হবে মৃত্তিকার,
  ফেটে চৌচির যখন?

কেমন হবে চাঁদ যদি,
   আলোক না দেয় রাতে?
কেমন হবে পঙ্গপাল,
  উড়ে উড়ে পরে ভাতে?

কেমন হবে জল যদি,
  মেঘে উঠে যায় চলে?
কেমন হবে সাগরের,
   হিমশৈল   যায় গলে?

কেমন হবে যদি মুছে?
   বইয়ের সকল লেখা!
কেমন হবে বৃক্ষরাজি,
  পায়না বৃষ্টির দেখা!

কেমন হবে মাঠে মাঠে?
  যদি না ফলে শস্য দানা!
কেমন হবে মানুষেরা,
   হয়েই যায় দিন কানা?

কেমন হবে ঘাসগুলো,
  হতে না চায় পশু-ভোজ?
কেমন হবে মাছগুলো,
হয় যদি সব নিখোঁজ?

কার ইশারায় সব কিছু,
  চলে আপন  কক্ষ পথে।
তিনি হলেন দয়াময়,
   স্রষ্টা সর্ব ধর্ম মতে।

২) কবর,,,

গভীর রাতে আধার ঘরে,
যদি তুমি ভয় পাও।
আধার কবরে একা একা,
  কেমনে রবে বলে যাও?

বাতি ছাড়া তোমার জীবন,
   কাটেনা একটু ক্ষন।
মাটির ভিতরে আধিয়ারে,
   কেমনে রবে সর্বক্ষণ?

নরম বিছানা ছাড়া ঘুম!
তোমার জন্য কি সাজে?
কবরে শুবে কাঁদা মাটিতে  
   বিষয় টা ভাবায় না যে?

আধার কবরে সাথী নেই,
  একা একা বসবাস।
কেমনে রবে সেথায় তুমি?
আসেনা দীর্ঘ শ্বাস?

ডানে মাটি বামে মাটি ঘিরে,
  চাঁপা দিয়ে গোর খানে ।
তোর বাড়িঘর বাগে নিতে,
  হুলুস্থুল স্বজনে,,,