আমি যদি হতাম একটা - নীল আকাশের ঘুড়ি।
সবার দুখের ভাগ নিয়ে - যেতাম বায়ুতে উড়ি।
আমি যদি হতে পারতাম - সুগন্ধি কোন ফুল।
সবার নাকে ঘ্রাণ ছড়িয়ে - উড়িয়ে দিতাম ভুল।
আমি যদি হতে পারতাম - সকাল বেলার পাখি।
কর্ম চঞ্চল জাতি দিতাম- জাগাতাম ডাকি ডাকি।
আমি যদি হতে পারতাম - এলাকার জ্ঞানী গুনি।।
মানুষ ভালো হয়েই যেতো - আমার বক্তব্য শুনি।
আমি যদি হতে পারতাম - এলাকার ধনী জন।
গরীব কে সাহায্য দিতাম- উদার করিয়া মন