গরম! গরম! কত্ত গরম!
চারিদিকে দেখি।
এই কবিতায় কিছু গরমের,
বয়ান আমি লেখি!
গিন্নির মেজাজ বেজায় গরম,
চাল, ডাল, তেল নেই
বাজারে গিয়ে পণ্যের দামে,
কর্তা হারিয়ে ফেলে খেই!
অফিসের বসের মেজাজ গরম,
উপরি কিছু না মেলে!
প্লাট-প্লটের টাকা হয়নি পরিশোধ!
লাখ খানেক হতো যোগাড়,- মক্কেল একটা পেলে!
রহিমের বাপের মেজাজ গরম,
প্রবাসী ছেলে টাকা পাঠায় বৌয়ের নামে,
ভিটি বন্ধক রাখা টাকার যোগান,
আসবে বল কোন কামে?
সেতারা বেগমের মেজাজ গরম,
শ্বশুর বাড়ি তে মেয়েটা নেই ভালো!
এত টাকা পণ দেয়ার পরেও,
শ্বশুর শ্বাশুড়ি বকে! - গায়ের রঙটা যে কালো!
সুরঞ্জিতের মেজাজ গরম,
এত্ত সাহস বলো তাদের!
বিশ বছর পুজো কমিটির সভাপতি,
ষড়যন্ত্র! - তালিকায় নাম বাদের!
ছন্দা দিদির গরম মেজাজ,
চায়ের কেতলি তে পানি করে যেমন টগবগ!
পাচ বছর প্রেমের পরে বৌ করবে না,
চোর,ধোকা বাজ, বাটপার - ঠগ!
কলিমউদ্দিন এর মেজাজ গরম,
খতিয়ান,পর্চা, দলিল থাকার পরেও!
পৈত্রিক বসতবাড়ি থেকে উচ্ছেদ করে,,!
বিচার মিলছে না থানা পুলিশ করেও!
মাওলানা আনোয়ার হোসেন
মেজাজ গরম - মাথায় ধান দিলে হবে খই!
পঞ্চাশ হাজার টাকা দিয়ে বক্তা আনে!
অথচ ৩হাজার টাকা বেতন - তিনমাস ধরে বকেয়া রই!
সবিতা ভাবির গরম মেজাজ - ভীষণ তাহার ঝাকালো ঝাজ!
এতো প্রেম ভালোবাসার পরেও পতি!
পর নারীতে আসক্তি? হৃদয় ফাটে নারী যে সতি!