ইলিশ মাছের ত্রিশ কাটা,
সর্ব লোকেই বলে।
মজার মাছ ইলিশ ছাড়া,
ঈদ - পূজা কি চলে?
ইলিশ মাছের গন্ধ শুকে,
পেটের ক্ষুধা বাড়ে।
এক টুকরো ইলিশ নিয়ে,
হুড়োহুড়ি খাবারে।
ইলিশ কেনা নয়তো সোজা,
অতি দামের ঝুঁকি।
গরীব তাইতো ফিরে আসে,
বাজারে মেরে উঁকি।
ইলিশ ছাড়া যায় না ভাবা,
কোনো খাদ্য - খাবার।
ইলিশ যেন চলে আসছে,
সেই দাদা - বাবার।
ইলিশ খাবো মজার সাথে,
সবার এক চাওয়া।
তাইতো যেন অল্প দামে,
যায় ক্রয়- পাওয়া।