সব সম্পদের বড় সম্পদ
সু-স্বাস্থ্যে যার নাম।
কত অতুল্য ধন এটা,
পীড়িত হলে বোজা যায় তার দাম।
টাকা কড়ি সোনাদানা বা বড় ঘরে,
স্বাস্থ্য ঠিক না থাকলে,
সবই অসার - পানসে,
লাগবে বিষের মতো - অনাদরে।।
ভাবছো গরীব? - অর্থ কড়ি নেই যে,
আক্ষেপের অনলে পুড়িয়ে,
বিষাদের জালে জড়িয়ে!
ধন্যবাদ প্রভু কে - বেডে শুয়ে নেই যে।
বিত্তবান তুমি! সম্পদশালি তুমি
কায়ার সকল অংশ যদি,
চলে ঠিক! - নেই অশান্তি।
প্রভুর স্তুতি গাও আখি মুদি!
মহান প্রভু অতি দয়ালু, - করম।
ভালোবাসেন যাকে পরম,
বিলিয়ে দেয় আপন করে,
অঙ্গের মাঝে সমাদরে।
তবুও তুমি অকৃতজ্ঞ -বেহুশ অতি!
প্রভু ভক্তি নেই এক রত্তি,.
স্রষ্টার হুকুম অনিহা তামিলে ?.
শোকর গুজার কর সবাই মিলে।