হাসমত উল্লাহ হাসু,
কানে খুবই খাটো।
হাস কিনতে বললে তাকে,
বাস আনে বড়ো ছোটো।
মাছ আনতে বললে তাকে,
আনেন কলা গাছ।
কাজ করতে বললে তাকে,
মারেন লুঙ্গি নাচ।
শাক কিনতে বললে তাকে,
আনেন কিনে ঢাক।
নাইতে বললে তাকে কভু,
ধরে বসেন নাক।
লাউ কিনতে গিয়ে বাজারে,
ভুলে আনেন কুল।
কুমরা কিনতে গিয়ে তিনি,
আনেন কফি -ফুল।
শাড়ি কিনতে দিলে তাকে,
আনেন বাংলা তাড়ি।
ভুল ধরিয়ে দিলে তবেই,
লম্প গড়াগড়ি।
নুন কিনতে পাঠালে তাকে,
নিয়ে আসেন চুন।
বিয়ের কথা বললে তাকে,
হাসির রোলে খুন।
খাতা আনতে বললে তাকে,
আনেন ভুলে কাঁথা।
গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে,
রাখেন সাথে ছাতা।
খেতে বললে নাইতে যান,
গামছা লুঙ্গি নিয়ে।
পাড়ার ছেলে রাগায় তারে,
সামনে তোর বিয়ে।
কানে শুনে কম বলে তার,
বঊ গিয়েছে চলে।
বাসর রাতের ফিসফাস,
শুনে ফেলে সকলে।
কান নিয়ে দারুণ সমস্যা,
সমাধান কি হবে?
হাসু ভাইয়ের বিয়ে তবে,
হবে কোথায় কবে?
হাসু ভাইয়ের মনে হলো ,
কানের দোষে দুষি।
ভয়রা জামাই পেয়ে কেউ,
হবে কি কভু খুশি।