প্রশ্ন জাগে ক্ষণে ক্ষণে।
হারিয়ে যাবো হয়তো একদিন না ফেরার দেশে।
হারিয়ে যাবো হয়তো একদিন ক্লান্ত পরিবেশে।
হারিয়ে যাবো হয়তো ব্যাথার পাহাড় দিয়ে।
হারিয়ে যাবো হয়তো শোকের বাহার নিয়ে।
হারিয়ে যাবো হয়তো ক্লান্ত দুপুর বেলা।
হারিয়ে যাবো হয়তো ভেঙে সকল খেলা।
হারিয়ে যাবো হয়তো সবার অগোচরে।
হারিয়ে যাবো হয়তো মসজিদের প্রচারে।
হারিয়ে যাবো হয়তো ভাংগা হৃদয় নিয়ে।
হারিয়ে যাবো হয়তো রাংগা হ্রদয় নিয়ে।
হারিয়ে যাবো হয়তো সবার ঘৃণা লয়ে।
হারিয়ে যাবো হয়তো সবার ভয়ে ভয়ে।
হারিয়ে যাবো হয়তো কোন করুণ সুরে।
হারিয়ে যাবো হয়তো প্রকৃতির বুক জুড়ে।
হারিয়ে যাবো হয়তো আকাশের তারার মাঝে।
হারিয়ে যাবো হয়তো গোধূলি রাংগা কোন সাজে।
হারিয়ে যাবো হয়তো সবার শোকের ছায়ায়।
হারিয়ে যাবো হয়তো মায়ের আদর মায়ায়।
হারিয়ে যাবো হয়তো কবিতার বই হাতে।
হারিয়ে যাবো হয়তো মৃত্যুর সাথে সাথে।
তখন কি রাখবে আমায় মনে?