নবারুণের দীপ্তি গায়ে মেখে,
স্নেহ প্রেমের নিকষ ছায়া রেখে!
ক্ষমা করে দিও নিজগুণে,
অপরাধ যদি করে থাকি
স্বেচ্ছায় - প্রকাশ্য কিংবা গোপনে।

উড়ে যাক ক্রোধ - বিদ্বেষ!
কেটে যাক জ্বরা!
নববর্ষে সূচীত হোক
শান্তি ও প্রেমময় ধরা "

যত ছিল পরাজয়ের গ্লানি!
সম্ভাবনার দুয়ার খুলুক - শ্লাঘনীয়!
হতাশার দুয়ার বন্ধ হোক এক এক!
ঝড়ভাঙা অম্বরে উদিত হোক--
রামধনুর রঙিন রেখ!

সজল চোখে ফিরুক হর্ষ ঝলক!.
সুন্দরের সম্মোহনে নাহি ফিরুক --আখির পলক!
অর্থের পেছনে নাহি ছুটি উন্মাদ মতো!
জ্ঞানের আলো জ্বলবে সামর্থ আছে যতো (


(চলবে), ,,,,,