শুভকামনা,,,,
,,,,,,,,,,,,
ঘরের মধ্যে বন্দী আমি
মুখে নে যে হর্ষ।
তারপরে ও সবার প্রতি,
শুভ নববর্ষ।
দিনগুলো সব এনে দিক,
সুখের প্রহর।
দু:খগুলো উড়িয়ে দিয়ে,
এনো নব ভোর।
গত বছর যাদের সাথে
ছিল বাজা বাজি।
নতুন বছরে কাছে টেনে
করো পাঁজা পাঁজি।
যাদের সাথে স্বার্থ নিয়ে,
দিয়েছো আঘাত।
ক্ষমা চেয়ে শুধরে ফেলতে,
ধরো পায়ে- হাত।
ব্যার্থতা সব নিগড়ে ফেলে,
বপো নব বীজ।
আত্মশুদ্ধি করে নিয়ে,
লভ রব-চীজ।
পুরনো দু:খে আর কেদোনা,
হাসো প্রাণ খুলে।
পুরনো বছরের যাতনা
যাও তুমি ভুলে।
নতুন দিনে নতুন গানে
সুর তুলি এসো।
পুরনো কষ্ট ভুলে গিয়ে
শুধু ভালোবেসো।
নব প্রাণে বেজে উঠুক,
নব তেজে সুর।
নব বর্ষে নিকটে আসুক,
নিত্য প্রেমী- নুর।
,,,,,,,,,
(২) বৈশাখের কাছে আবেদন।
,,,,,,,৷,, ,
বৈশাখের মাতাল হাওয়া,
শোন রে তোকে বলি।
সরল পথের দীক্ষায়
সামনে যারে চলি।
কেন তুই উড়িয়ে দিবি?
কারো শনের ঘর.
কেন তুই ডুবিয়ে দিবি?
নতুন জাগা চর!
কেন তুই ভেঙে ফেলবি,
টুনি পাখির বাসা।
ফসল হারিয়ে কেন রে,?
কাদবে কোন চাষা!
কেন তোর চোখে পড়েনা?
উচু অট্টালিকা।
পারলে তুই খসে দেখা।
একটু ছোটো পাকা।
কেন তুই ভাঙবি সুখে?
ছোটো ছোট ঘর।
ধনী রা কি তোর আপন?
গরিবেরা পর!
কেন তুই হঠাৎ এসে,?
উড়ে নিবি সব!
কোন কারণে খেপলি বল?
হলি পরাভব।
কেন রে তুই এহেন কর্ম?
করে পাস সুখ!
আর্তনাদ - কান্না শুনে,
কাঁদে না কি বুক?