হাত ধোয়ার অভ্যাস,
সবার থাকা চাই।
ভালো ভাবে হাত ধুলে,
রোগ হবে না ভাই।
সকল কাজের শেষে,
সাবান ঘসে হাতে।
হাত, মুখ, পা ধুইলে,
জার্ম যাবে না সাথে।
পায়খানা থেকে এসে,
ধুবে হাত, পা, মুখ।।
পরিচ্ছন্ন থাকলে -
হবে না রে অসুখ।
খাবার আগে অবশ্য,
হাত পা মুখ ধুবে।
পরিচ্ছন্ন হয়ে -
বিছানা তে শুবে।
হাত ধুলে কচলিয়ে,
জীবাণু মরে শেষ।
হাত থেকে পেটে গিয়ে,
নেয় রোগের বেশ।