হযরত আনাস থেকে হাদিসখানা জানি।
খুব গুরুত্বপূর্ণ তাই সকলেই তা মানি।
রাসুল ইরশাদ করেন --- শোন দিয়ে মন।
কথাবার্তা শুরুর পূর্বে -- সালাম প্রয়োজন।
কারো সাথে দেখা হলে-- সালাম তুমি দিবে।
হাসিমুখে কথা বলে -- খোজ খবর নিবে।
সালাম মানে শান্তি --- প্রভুর দয়া পেতে।
সালাম তুমি দিবে - আসতে ও যেতে।
তিরমিজি গ্রন্থে হাদিস খানা আছে।
আরবি তে জানতে যাও তার কাছে