সূর্যের গরমে পুরছি খুব,
যদিও তা যায় মানা।
দামের আগুনে পুরে যাওয়া,
যায় না মোটেই মানা।
হঠাৎ করে ই দাম বেড়ে যায়,
সূর্যের তাপের মত।
ধরতে গেলে মধ্যবিত্ত শ্রেণী,
কেঁদে ফেলে অবিরত।
উচ্চাভিলাষী বৌয়ের তেজে,
ঘামছে নয়া জামাই।
শত চেষ্টায় কি আর মিলে!
রুটি-রুজির কামাই।
এলাকার পাতি নেতার তেজে,
ঘামে জনগণ দুখে।
হঠাৎ টাকার এই গরম,
কে কেমনে বলো রুখে?
সরকারের অন্যায় গরমে,
জনগণ মরে ধুকে।
করের বোঝা মাথায় চাপিয়ে,
৷ এসি রুমে তারা থাকে
অসভ্য প্রেমিকের ছলে কলে,
প্রেমিকার সতি নাশ।
বিয়ের দাবিতে হতাশ হয়ে,
গলাতে লাগায় ফাঁশ।
এনজিওর সেবার গরমে,
গ্রাহক হারায় সব।
এই সূর্যের গরমের চেয়ে,
বেশি গরম সেসব।