ঈদের ছুটি ,,,,,,
দপ্তরি মামা জানিয়ে গেল,
ঈদের ছুটি শুরু।
মাথার মধ্যে নানান কাজে,
ডাকছে ওহে গুরু!
রুটিন জীবন বিষাদ হয়ে,
আর কাটাবে কতো?
সবুজ শ্যামল বন বনানী,
ডাকছে অবিরত।
আজকে আমি বাধন হারা,
নেই যে পিছু টান।
তেপান্তরে ছুটবো গিয়ে,
গাইবো সুখে গান।
বল্গাহরিণ ছুটে যেমন,
বন বনানী ছেয়ে।
আজকে আমি ছুটে বেড়াবো,
সবুজ মাঠে - গায়ে।
গল্প হবে ফুলের সনে,
পাপড়ি গায়ে মেখে।
পাকা আমের মজা লুটবো,
উঠে গাছের শাখে।
আকাশ পানে রঙিন ঘুড়ি,
উড়বে নেচে নেচে।।
দোয়েল ফিঙে কইবে কথা,
আমার সাথে যেচে।
কাজল বিলের শাপলা গুলো,
বাশ ঝাড়ের বক।
শুকিয়ে যাওয়া ডোবার শোলে,
দেখে পাবে শক।
,,,,,গাধা,,,
তুমি একটা গাধা,
বোঝো আধা আধা!
কালো কে তাই বলো
ধবধবে সাদা!
তুমি একটা গাধা,
বুঝতে চাও জাদা,
শালা কে তাই বলো,
শ্রদ্ধেয় দাদা!
তুমি একটা গাধা।
কৃষ্ণ কে ভাবো রাধা,
যাকে দেখো তাকে ই,
ভালো-ফ্রেমে বাধা?
,,,,,
কি রে তুই?
,
ধিক তোরে,
কেন তুই?
খেয়ে যাস,
দীন পানে,
ধেয়ে যাস!
খেয়ে খেয়ে
আরো চাস,
কি রে তুই?
যে দিন তোর,
পুরে যাবে সের,
পরে যাবি ধরা,
কেটে যাবে ঘোর।
হারাবি সব ভুঁই।
পালাবি সব থুই।
কি রে তুই?
অতি বেড় - বেড়ে,
ক্ষমতার জেরে,
চাপে চাপে রেখে,
চেটেপুটে খেয়ে,
ভাগিয়ে নেস।
অভিশাপের তীর,
বুক করে চীর।
সময়ের ব্যাবধান।
হয়ে যাবি শেষ।
কি রে তুই?
ভাব বসে - শুই