(১) ফুলের মৌ


নিত্য আসে নিত্য যায়,
দেই নি ঠিক নজর।
কল পাড়ে দেখা মেলে,
বলতে নেই ওজর।

ঘোমটা টেনে রাঙা পায়ে,
কলসি কাখে করিয়া।
নীচু হয়ে চলে যায়,
পথের পাশ ধরিয়া।

মইনা কাঁটা পায়ে বিঁধিয়া,
রুধির ধারা বহে,
মিষ্টি ঠোঁটে লাজুক চেয়ে
   উহ! আহ!হি! কহে।

পাশের গাঁয়ের  বউ
যেন ফুলের মৌ!

,,,,,
(২)বসে রোয়িং ,,,

হাবু বলে গাবুরে,
  বিষয় টা কি শুনিং?
রাহুর দোষে নাকি
আমরা ঘুরিং ফিরিং।

গাবু বলে বলো কি?
  রাহু চিনলো কি করে?
তাশের ঘর ছাড়া তো
  আমরা নট গোয়িং!

হাবু কয়- রাহু যে
  লেগেই আছে পিছে।
তাই তো আমরাই
নিচে পড়ে রোয়িং।

হাবু গাবু দুজনে,
  ফলমুল - সব্জি কিনে,
হাটে ঠিকানা বিনে,
   রাহু রে ঘুস দিয়িং।

রাস্তার মোড়ে
খুব নয় বেশি ভোরে,
জোরে জোরে কয়িং।
রাহু কই রয়িং।

পাশ থেকে বেরিয়ে,
  রাহু দেয় এক লাফ।
কে নেয় নাম মোর,?
   সাহস এতো হয়িং!

হাবু ব্যাগ হাতে দিয়ে
   বলে করো তবে মাফ
পিছে কেন লেগে আছো?
নাহি আর সহিং।

রাহুল অবাক হোয়িং।
বসে পড়ে রোয়িং।