বাজারে নাকি আগুন লেগেছে,
পানিতে নাহি নিভে।
ঠান্ডা করার উপায় টা কি?
জানিতে নাহি দিবে?
গরুর মাংস দামে গরম,
হাতে না ছোয়া যায়।
গরীব কিনবে? - পুরে অঙার,
ধনীদের প্লেটে শোভা পায়!
মাসের মধ্যে দুই-এক বেলা,
মুরগী খেতো যারা!
আগুন দামে নাজেহাল হয়ে,।
আশা ছেড়েছে তারা।।
মাছের বাজারে আগুনে নাকি
জ্বলে পুড়ে খাক!
অনেকে ই তাই কিনতে গিয়ে
খায় আড়াই পাক।
ডিম দুধ তো লাফিয়ে দাপিয়ে
এগিয়ে গেল বেশ।
যেন ধরতে মানা, ছুতে মানা
পকেট কেটে শেষ।
পেয়াজ, রসুন কাচা মরিচ
গোমড়া মুখে বলে।
ঝালে পুড়ে ;-পরে যাবে ই ঘুরে ,
নয়তো যাবে গলে!
শাক,আলু,কদু-সব্জি শুধু,
কিছু টা যায় ধরা,
বৃষ্টি হলে কভু আবার,
দামে তে ফেসে মরা।
তেলের দামে শেলের মতো ই
বিধছে বুকে ঢের।
ভোক্তা তাই তক্তা হচ্ছে
নিত্য পাচ্ছে টের।
চিনি,গুড়,-চলে গেছে দূর,
কাছে কে তারে ডাকে?
আসি আসি বলে ফাকি দিয়ে ই
সতিনের মতো রাখে।
চালে- ডালে হাতে হাত বাড়িয়ে,
নিয়েছে নাকি পণ!
ছোটো লোকের প্রেমেতে না পরে,
ধনী কে দিবে মন!