ভালো লাগে রাখালের হৃদয় কেড়ে নেওয়া বাশীর সুর।
ভালো লাগে মায়ের হাতে মিঠাই, মণ্ডা, পিঠা -পুর।।
ভালো লাগে মশারী টানা ছোট মাছের ঝোল।
ভালো লাগে চাসাবাদ কালীন কৃষক ভাইয়ের সমস্বর বোল।
ভালো লাগে মায়ের কাছে হাজার খানেক বায়না।।
ভালো ফসলের পাখি তাড়ানো - হিস হিস যায় না?
ভালো লাগে দঙ্গল মিলে ডাংগুলি 👑কানামাছি আরও গ্রামীণ খেলা!
ভালো লাগে বিহঙ্গের নীরে ফেরা সন্ধ্যা বেলা!
ভালো লাগে গোলা থেকে ধান লুকিয়ে জিলাপি, মোয়া কেনা!
ভালো লাগে মোল্লা সাবের নারকেল চুরির পুরনো দেনা!
ভালো লাগে প্রজাপতি ধরে পিপড়ের মাঝে মাংস বিলি"!
ভালো লাগে বৃষ্টির পরে রংধনুর রঙিন ঝিলিমিলি!
ভালো লাগে শীতের দিনে বন্ধুকে পানিতে ঠেলে ফেলা!
ভালো লাগে সব জেলার মাঝে শ্যামল ভোলা জেলা।