বাবা তুমি কোথায় আছো?
এই আমাকে ফেলে।
তোমায় ফিরে পাবো কোথা ?
কোন স্থানে গেলে।
বাবা তোমার লাগে কেমন?
এই আমাদের ছেড়ে।
তোমার চলে যাবার পরে,
হতাশা আসলো তেড়ে।
বাবা তুমি পারলে যেতে?
পাষাণ প্রাচীর হয়ে।
কষ্টে তোমার বুকটা,
যায় না ক্ষয়ে ক্ষয়ে?
মাটির ঘরে সুখেই আছো?
তাইতো নেওনা খোঁজ।
তোমার শূন্যতা পুরোপুরি,
খাবলে খাচ্ছে রোজ।
বাবা তুমি শিখেই গেলে ,
একা থাকার ছল।
তোমায় ছাড়া আমি বড়ো,
কপর্দক - দুর্বল।
ঘুম আসতো না বলে তুমি,
বলতে গল্প গাঁথা।
তোমায় বিনে ঘুমের দেশে,
হানলো বর্গি হানা