বিদায় মানে ছলছল আখি,
হৃদয় ভাঙার উছলে পড়া ঢেউ।
বিদায় মানে হারানোর শোক
  মনের দু:খ দেখার নেই তো কেউ

বিদায় মানে চুপিসারে
   বেয়ে পড়া আঁখি - জ্বল।
বিদায় মানে আহত হৃদয়ে
  স্মৃতি রোমন্থন কেবল।

বিদায় মানে প্রিয়জন হারিয়ে,
   শুভ কামনার বীজ বোনা।
বিদায় মানে প্রিয়জনের সাথে
  সাক্ষাতের দিনক্ষণ গোনা।।

বিদায় মানে তোমার জন্য
  ভবিষ্যৎ সুখের হাত ছানি।।
বিদায় মানে স্থান বদল
   সাজবে নতুন ফুলদানি।

বিদায় মানে নতুন কুড়ির
   নতুন ফুলের নতুন মৌ।
বিদায় মানে নব অরুণের,
   নব দীপ্তির সোনা বৌ!

বিদায় মানে হৃদয় ফেটে
    বেয়ে পড়ুক লোনা জল।
বিদায় মানে নব কীর্তি
  দু:খ ভুলে বাড়াও বল।