ইংলিশ মিডিয়ামে পড়ে,
বক্কর হলো ব্যাক।
তার ঘনিষ্ঠ বন্ধু -
জাকির হলো জ্যাক।
ইংরেজি বাংলা মিশিয়ে,
বলে সব হাবিজাবি।
মা কে মম বলে,- আর,
বাবা কে মম- হাবি!!
বোন কে সিষ্টা বলে
ভাই কে বলে হে ব্রো!
কলাকে বানানা বলে,
কাউয়া রে বলে ক্রো"
দাদারে গ্রাপ্পা বলে,
দাদিরে ডাকে গ্রাম্মা।
আদর করে মাকে ডাকে,
মাই সুইট মাম্মা!
মাঝে মধ্যে সুইট বলে,
বলে ওয়াও বেষ্ট!
খেতে বসলে ডিশ চায়,
বলে ভেরি টেষ্ট!
চমকে উঠে বলে কভু,
আই এম অবাক"
নাচে আর বলতে থাকে,
গুড ফর বেবাক!
হাটে আর গানের তালে,
হেয়ার দেয় শেইক।
বলে ইংরেজি সং
অসাধারণ কি মেইক!
বাংলা সং খুব ই বাজে,
হু হিয়ারড দেস?
বাংলা ইজ আ রাবিশ,
বিশ্রী এন্ড মেস(নোংরা)
যদি আই গেট চান্স,,
আই ফ্লাই ফরেন।
নেভার আমি কাম ব্যাক,
আমি ফিল হরেন্ট(ভীষণ?