একটি বর্ণের জন্য।
এম এম মিজান।

একটি বর্ণের জন্য মাগো একটি বর্ণের জন্য।
বুলেটের সামনে বুক পেতে হয়েছে  যারা ধন্য।
আমরা কি তাদের ভুলবো?

মায়ের ভাষার তরে যারা মায়ের ভাষার তরে।
রক্ত ভিঁজিয়ে মায়ের বুলি আনলো মা'র ঘরে।
তাদের কে হৃদয়ে নাহি তুলবো?

একটি স্বপ্নের জন্য হাজার স্বপ্ন ভেঙে।
পাহাড় সম বাঁধা পেরোলো যারা ডিঙে।
তারাই ত আসল বীর।

ভাষার সম্মান রাখতে অকালে গিয়েছে ঝরে।
লক্ষ কোটি দোয়া দুরুদ পাঠাই তাদের তরে।
তারাই মোমিন তারাই পীর।

সবার সুখের জন্য যারা নিজের সুখ রেখে।
মায়ের ভাষা ছিনায়  হায়েনার কবল থেকে।
তাদের তরে সকল দোয়া।

বর্ণমালা নিজের হতে স্বোচ্চার হতে যেয়ে।
এখনো মার অশ্রু ঝরে অনবরত গাল বেয়ে।
সেই মা কি পেয়েছে সুখের ছোয়া।