মা মানে ই ঈদ


মামা দিল লাল জামা,
কাকু দিল নীল।
বাবা দেয়নি কিছু ই,
   পায়নি যে বিল।

খালা দিবে জানা গেল,
   জুতা খুব ভালো।
নানু দিতো প্রতি ঈদে,
    আকাশে তে গেলো।

জামা জুতো কোন কিছু,
  ভরে না যে মন।
মন তো মরে ই গেছে,
  মা নেই যখন।

মায় গেছে তাঁরা হয়ে,
  আকাশে তে থাকে।
মা ছাড়া মন ভরে না,
বলি আমি কাকে?

মা যদি থাকে ই পাশে,
  ঈদ আসে ঘরে।
মা ছাড়া ঈদ কাটাই,
বলোনা কি করে?

জামা জুতো তাই আর,
ঈদে চাই না তো,
মা মানে ঈদের খুশি,
  সুখ আছে যতো।


,,,,,,ঈদ এলে ,,,,,,,


ঈদ এলে হেসে উঠে,
বুনো ফুলের কলি।
ঈদ এলে গেয়ে উঠি
  এক সাথে চলি।

ঈদ এলে হেসে উঠে,
   ডাহুকের ছায়।
ঈদ এলে হেসে উঠে
   রমিজের মায়।

ঈদ এলে জেগে ওঠে
ঝাউয়ের বন।
ঈদ এলে ভরে যায়
  করীমের মন।

ঈদ এলে হেসে উঠে
লাউয়ের ফুল।
ঈদ এলে ভেঙে যায়
   রহিমের ভুল।

ঈদ এলে শোনা যায়
  কোকিলের গান।
ঈদ এলে বেড়ে যায়
  হামীমের দান।

ঈদ এলে হেসে উঠে
  শিমুলের শাখ।
ঈদ এলে বলে সবে
  ভেদাভেদ রাখ।

ঈদ এলে হেসে উঠে
    টুনি দের ঘরে।
ঈদ এলে সবাই কে,
নে  আপন করে।

ঈদ এলে খুশি মনে,
   দে রে বিলিয়ে।
ঈদ এলে  সুখ দুঃখ
   নে রে মিলিয়ে।