ভাতের লড়াই,,,,,
তোমরা সবাই কাটছো টিকেট,
তুলছো বোনাস ভাতা।
ঈদের খুশিতে কত আয়োজনে
ভরবে রঙিন পাতা।
কতো ই পোশাক কিনছো তোমরা,
কিনছো বৌয়ের হার।
পথের ধুলোয় লুটাই আমরা,
দু:খে জীবন পার!
পথের পাশে ও শুইলে আমরা,
পুলিশ ভাইয়া এসে।
লাথি গুতা মারতে -মারতে বলে,
মরতে আসলি শেষে?
পুলিশ যদি ই জনতার হবে,
লাথি গুতা কেন মারে?
রাস্তা ছাড়া থাকব কোন খানে?
বুঝাই যে আমি কারে?
ঈদ গুলো সব তোমরা ই নেও!
খাও - পড়ো সব ভালো।
আমরা না হয় দু:খের রাতের,
ঘুটঘুটে সব কালো।
প্লেট ভর্তি ভালো খাবার খেয়ে,
তোমরা সবাই চলো।
ভাতের জন্য যে আর কতকাল,
লড়াই করব বলো?
ঈদের চাঁদের ঈদের ছুটি তে,
আমরা মরি যে ভয়ে ।
দেশের বাড়িতে তোমরা থাকলে,
পাইব কি কারে কয়ে?
এক প্লেট ভাত লবণ দিয়ে,
যবে খাব পেট ভরে।
সেদিন হবে ঈদের আনন্দ,
ঈদ যাবে সর্ব ঘরে।
ঈদ গুলো সব তোমরা ই নিও,
ভাত গুলো দাও তবে।।
ভাত ছাড়া কি ঈদের আনন্দ?
পরিপূর্ণ বলে হবে?
তোমরা না হয় নতুন বস্ত্রে,
কাটাবে খুশির ঈদ।
আমরা ঈদে তাই ভাত জোগাড়ে
জুড়বো নতুন জিদ।