এই শীতে একটা,
  ভালো কাজের পণ চাই।
ভালো কাজে আগানো,
   ভালোবাসার মন চাই।

এই শীতে একটা,
    হৃদয় ছোয়া সুখ চাই।
অন্যায়ের বিরুদ্ধে,
   চিতিয়ে দেয়া বুক চাই।

এই শীতে অনেক,
   ভালো কাজের ছক চাই।
মাঠে পথে প্রান্তরে,
  দোয়েল, শ্যামা, বক চাই।

এই শীতে অনেক,
   মানবিক গুণ চাই।
মানবতা রাখার স্বার্থে,
   রাবণ কে খুন চাই।

এই শীতে সবার,
    হিংসা ভুলে যাওয়া চাই।
ধর্মের দেয়াল ভেঙে,
    একই পাতে খাওয়া চাই।
    
এই শীতে  একটা,
   বড় রকমের ক্ষোভ চাই।
অত্যাচারী শাসকদের,
  ভয় অনুভব করা চাই।

এই শীতে সবার,
   ভালো কথা বলা চাই।
কথা কাজের মিলে,
    ভালো পথে চলা চাই।