থেমে গেছে সব পড়াশোনা,
থেমে গেছে সব জ্ঞান চর্চা
সনদের জন্য ছুটছে সব্বাই!
সারাদিন এ+ আর ফার্স্ট ডিভিশনের করচা!
জানার জন্য শিখেনা বঙ্গে
আনন্দের জন্য শিখে না কেউ!
পরহিতের জন্য শিখে না এথায়
সর্বত্র ই আত্ম প্রেমের তীব্র ঢেউ!
কোন সনদে মাইনে বেশি হবে?
কোন সাব্জেক্টের মার্কেট ভ্যালু হাই?
কোন সাবজেক্ট হট কেক?
সবার কেবল সেটা চাই - ই - চাই!
গর্ভে থাকতেই মানত করে
সন্তান কে বানাবো প্রকৌশলী কিংবা ভিষক!
যন্ত্রের মতো বিদ্যা মুখস্থ করায়!
পরিশেষে সন্তান রোবটের মতো হয় নিছক
শিখায় সেটা যেটা দিয়ে
ফাইনান্সিয়াল সাপোর্ট পাবে ভারী।
কথিত বড় বিদ্যালয় - কলেজে ভর্তি করাতে,
লেগে যায় হুড়োহুড়ি - কারা কারি 😀
মগজে তাদের পুশ করে,
পাঠে কর যদি হেলা।
কর্মসংস্থান হবে না কিছু ই
হতে হবে শ্রমজীবী! - ঠেলতে হবে ঠেলা!
সব পেশার ই মর্যাদা অনেক ,
সততা এবং নিষ্ঠা যদি থাকে।
দুর্নীতিগ্রস্থ বড় অফিসারের চেয়ে
সৎ কুলি মজুর শ্রেয়- বলেছেন নবীজি তাকে!
চলো সন্তানের মগজে ইনফিউজ করি,
যেই পেশা আর যেই কাজ করোনা কেন।
সৎ আয়ে কেনা মোটাভাত মোটা কাপড়
অবৈধ আয়ে কেনা দামি পোশাক আর পোলাওয়ের চেয়ে হাজার গুণ ভালো - এই কথা হৃদয় থেকে জেন!