আমরা,,,
হাজার টাকার চোর কে কসিয়ে বাধি!
কোটি টাকার চোরকে সম্মান করে-
   সামনের চেয়ারে সাধি!

তোমরা,,,,,,
যৌবন বয়সে অর্থের পিছনে ঘুরো!
যৌবন শেষে পাত্রীর সাথে জুড়ো!

শাশুড়ী,,,,,,
নিজের মেয়েকে জামাই ভালোবাসলে -- সোনায় সোহাগা!
নিজের তনয় বধূকে ভালোবাসলে --
হতচ্ছাড়া! -অভাগা!

বৌমা,,,,,,
বেশিরভাগ জামাই শাশুড়ী কে শ্রদ্ধার আসনে দেখে।
বেশিরভাগ পুত্রবধূ শাশুড়ী কে উটকো ঝামেলা ভাবে -- তাড়াতে চায় সন্তান কে মায়ের কাছ থেকে!

শিক্ষিত ধনীদের,,,,,
বেশিরভাগ বৃদ্ধাশ্রম ঠাসা ধনাঢ্য পরিবারের বৃদ্ধ!
গরীব -অভাবের তাড়নায় থাকলেও বাবা মাকে রাখে সাথে,
যদিও করতে হয় প্রকৃতির সঙ্গে যুদ্ধ।

প্রেমিক,,,, প্রেমিকা,,,

বিয়ের আগে কপোত-কপোতী চায় একাধিক  প্রেমের জোয়ারে ভাসতে!
বিয়ের সময় তারাই খুজে ভাজা মাছ টা উল্টিয়ে না খাওয়া,
জীবন সঙ্গী নিয়ে দাম্পত্য জীবনে সুগন্ধি পুষ্প চাষতে!

হোটেল ব্যাবসায়ী,,,

সারাদিন হোটেলের নানাবিধ মুখরোচক খাবার বেচে,
বাড়িতে ফিরে "হোম মেড ফুড গুড ফর হেলথ" বলে,
  খাবার খেতে বসে যেচে!

চিকিৎসক,,,
সারাজীবন দেশের হাসপাতালে চিকিৎসা দিয়ে,
নিজে অসুস্থ হয়ে চিকিৎসা করতে যায় বিদেশ গিয়ে!