ইট পাথরের উন্মাদ দেশে
কত স্বপ্ন হররোজ।
হারিয়ে যায় - ভেঙে যায়
কে রাখে তার খোজ?
কত স্বপ্ন পূরণ হবে
কত হারাবে অচীন পুরে!
কত স্বপ্ন গড়িয়ে চলে
ছোয়া যায় না জীবন জুড়ে।
কত স্বপ্ন কান্না করে
মানিব্যাগের ভাজে!
কত স্বপ্ন অমানিশার ছায়া
লুকিয়ে থাকে কাজে
স্বপ্নের মাঝে স্বপ্নের ভাজে
জীবন চলে ছুটে।।
কত স্বপ্ন অস্তগামী
তবুও কতো স্বপ্নের সুর্য উঠে।