দিন টা তোমার হোক না শুরু,
প্রভুর নাম জপে।
কাজে সফল করবেন প্রভু,
নিজেকে দাও সপে।
কাজটা শুরু করো তুমি,
প্রভুর নাম নিয়ে।
সফল হবে শান্তি পাবে,
খাবে দুধে ও ঘিয়ে।
প্রতি পদে প্রভুর স্মরণ,
অন্তর থেকে করো।
ভেঙে তুমি পড়োনা কখনো,
ব্যর্থ হবার পরও।
খাবার খাওয়া করবে শুরু,
প্রভুকে ধন্যবাদ দিয়ে।
তার ই দয়ায় খাচ্ছো খাদ্য,
ফেলো না এটা গুলিয়ে।