এক যে ছিলো আলো।
তার মনটা ছিলো ভালো।

পড়তো ক্লাস নাইনে।
বাধা পরতো না কোন আইনে।

এ পাড়া ও পাড়া ঘুরে।
গান  গাইতো সুরে সুরে।

তাহার গান শুনে ভালো লাগে।
রহিম  মিয়ার মনে প্রেম জাগে।

একদা সন্ধ্যা বেলা।
আলো ফিরছিল একেলা।

রহিম সামনে দাঁড়িয়ে বলে।
কিছু চাই না তুমি মোর হলে।

হাসিয়া আলো কয়।
এটা কি কভু হয়।

তুমি হলে ধনীর ছেলে।
তোমার সাথে কি আমার মেলে?

রহিম বলে প্রেম বুজে না জাত।
আমি ধরলাম তোমার হাত।

আলো হাত ছুটিয়ে বলে।
কদিন পরে যাবে ছেড়ে চলে।

তখন কি হবে এই আমার?
তাই প্রয়োজন এখানেই থামার।